শিরোনাম

জামিনে মুক্তি পেয়ে হামলা


খাগড়াছড়ি প্রতিনিধি: জামিনে মুক্তির পাওয়ার একদিন পরই সন্ত্রাসী ফারুক ও কামরুলের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. শাহ আলম মোল্লা (৬৫)। আশংকা জনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হামপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।

শনিবার (২৯ মার্চ) রাতে মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের বড়ডলু মুসলিম পাড়া এ ঘটনা ঘটে। আত্বীয় স্বজন ও বিএনপিন কর্মীরা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মানিকছড়ি হাসপাতালের ডাঃ আবরার মাহমুদ ও ডাঃ মহি উদ্দিন জানান, অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা আহত হওয়ার ছাড়পত্র দিয়ে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়েছে ।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, একই এলাকায় বাসিন্দা দুই ভাই মোঃ কামরুল ও ফারুকের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ বিরোধের মামলায় ফারুক দীর্ঘদিন জেলে ছিলেন। গত বৃহস্পতিবার(২৭ মার্চ) ফারুক জামিনে জেল থেকে বের হয়ে দুই ভাই মিলে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments