শামীম আহমেদ,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট পাঁচবিবি তে বিএনপির দুই গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরই প্রেক্ষিতে শিখা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল এর আয়জন করা হয় পাঁচবিবি ডিগ্রি কলেজ মাথে (আগামীকাল শনিবারে) কিন্তু অপর পক্ষ শামীম গ্রুপের সমর্থন কারিরা রাত আনুমানিক ১১.০০ টার সময় ১০০/১৫০ লোকজন নিয়ে, ইফতার মাহফিল এর জন্য সাজানো পেন্ডেল সহ সব কিছুতে ভাংচুর চালায় পরে আগুন ধরিয়ে দেয়।এখানে শিখা ফাউন্ডেশনের কয়েকজন সমর্থককে প্রচুর মারধর করে তারা পালিয়ে যায়।
এবিষয়ে “সাবেকুন নাহার শিখা” গনমাধ্যমকে জানায়,
বিএনপির বহিস্কৃত নেতা(২০২২ সালে)শামীম আহমেদ, বিএনপির আহবায়ক ডালিম এবং ছাত্রদলের আহবায়ক ফয়সাল আপেল গতকাল রাত ১১টার সময়ে সাবেকুন নাহার শিখার ৬ টি গরু ও ইফতারের যাবেতীয় সরঞ্জামাদী ডাকাতি করে নিয়ে যায়।এই রমজান মাসে ১০ হাজার মানুষের ইফতারের রিজিক নষ্ট করেছে।যা আল্লাহ সহ্য করবেন না।
এ বিষয়ে পাঁচবিবি থানায় আজ্ঞাত পরিচয়ে ১০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।