শিরোনাম

মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়


মেহেরপুর প্রতিনিধিঃ মেয়াদ উত্তীর্ণ ও মূল্যবিহীন পণ্য বিক্রি এবং পণ্যমূল্য প্রদর্শন না করায় অপরাধে মেহেরপুরের আমঝুপি বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে ৬১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

অভিযান সুত্রে জানা গেছে, সদর উপজেলার আমঝুপি বাজারে সোহেলা মেডিকেলে মেয়াদ উত্তীর্ণ ও মূল্য বিহীন ওষুধ রাখার দায়ে ৪০ হাজার, লাইসেন্সবিহীন গ্যাস ব্যবসা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে আলমগীর ট্রেডার্স এন্ড বীজ ভান্ডারকে ২০ হাজার, পণ্য মূল্যের তালিকা প্রদর্শন না করায় সেন্টু স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা সহকারি পরিচালক মামুনুল হাসান। উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার বাস্তবায়নকারী সংগঠন ক্যাব মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments