গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুস্তদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে
ভোরের আলো তরুন সংঘের উদ্যোগে গরিব ও দুস্তদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছ।
সোমবার দুপুর ২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর মসজিদ সংলগ্ন মহিউদ্দিন মোল্লার বাড়িতে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো থ্রীপিচ, শাড়ী ও লুঙ্গী।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গজারিয়া শাখার আই বি ডব্লিউ এফ এর সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো তরুন সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার দিদার আলম।
গজারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন চর গ্রামের সমাজ সেবক আবুল হোসেন মোল্লা, আবুবকর সিদ্দিক, হোসেন্ন্দী বাজার কমিটির সহ-সভাপতি দেওয়ান আলী আহম্মদ,স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার আলমগীর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে দুই শত ৫০ জন গরীব ও দুঃস্থ নারী পুরুষের মাঝে থ্রীপিচ, শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়।