মীম হাসান সুজন,শরণখোলা প্রতিনিধিঃ ২৪ ঘন্টার ব্যবধানে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী স্টেশন সংলগ্ন টেপার বিলের আগুন নিয়ন্ত্রণের খবর পাওয়ার পরে আবারও ধানসাগর স্টেশনের আওতাধীন তেইশেরছিলা এলাকার শাপলার বিলে আগুন লেগেছে বলে জানা গেছে।
বনবিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ মার্চ সকাল দশটার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলম তেজি এলাকার স্টেশন সংলগ্ন টেপার বিলের আগুন নিয়ন্ত্রণের পরেই আবারও একই দিনে দুপুর ১২ টার দিকে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনে আওতাধীন তেইশ এর শিলা এলাকার শাপলার বিলে আগুন লেগেছে।
তবে কি পরিমান জায়গা জুড়ে আগুন লেগেছে তা বন বিভাগ এখন পর্যন্ত জানাতে পারিনি। কারণ ধানসাগর স্টেশন থেকে ৬ কিলোমিটার ভিতরে শাপলা বিল অবস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে এক বনরক্ষী বলেন, শুকনা মৌসুমে ধানসাগর স্টেশন সংলগ্ন বিভিন্ন বিল ও কলম তো দিয়ে স্টেশন সংলগ্ন বিভিন্ন বিলে একটি চক্র সুকৌশলে আগুন লাগিয়ে দেয়। তাদের উদ্দেশ্য জঙ্গলে আগুন লাগলে কয়লা হয় সেই কয়লা বিভিন্ন প্রজাতির মাছ বিলে খেতে আসে এবং শুষ্ক মৌসুমে ওই বিল থেকে হাজার হাজার টাকার মাছ তারা ধরে নিয়ে আসে।
ধানসাগু এলাকার সাবেক ইউপি সদস্য পান্না মিয়া বলেন, ট্যাপার বিলের আগুন নিয়ন্ত্রণের পরেই শাপলার বিলে আগুন লেগেছে। তবে ধারণ করা হচ্ছে চুরি করে মোবাইলরা মধু সংগ্রহ করতে গিয়ে অসাবধানতা বশত তাদের দেওয়া আগুন সুন্দরবনে লাগতে পারে বলে তিনি মনে করেন।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ বলেন ধানসাগর স্টেশনের আওতাধী তেইশেরছিলা এলাকার শাপলার বিলে আবারও আগুন লেগেছে। তবে কি পরিমান জায়গায় আগুন লেগেছে তা জানা সম্ভব হয়নি। তার নেতৃত্বে বনরক্ষী, বিটিআরটি, সিপিজি একটি দল শাপলার বিল এলাকায় রওনা হয়েছেন।