মোঃশামীম হাসান সুজন,শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ শরণখোলা উপজেলায় সুন্দরবন রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত। সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে জীবিকা নির্বাহ করছে বনজীবিরা।
সুন্দরবন সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে সুন্দরবন নির্ভরশীল বনজীবিদের। তাই সুন্দরবনকে রক্ষা করার জন্য ইয়ুথ ফর দি সুন্দরবনের আয়োজনে শরণখোলা অফিসার্স ক্লাবে বনজীবিদের নিয়ে কর্মশালায় সুন্দরবন কেন দূষিত হচ্ছে এবং দূষণের হাত থেকে কি কি করা যেতে পারে এই ব্যাপারে মতামত তুলে ধরেন বনজীবিরা।
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের দক্ষতা উন্নয়ন কর্মশালায় ইয়ুথ ফর দি সুন্দরবনের সদস্য শুভ্র বিশ্বাস তাসমিয়ার ও রিতা রানীর সভাপতিত্বে বনজীবীদের মাঝে সুন্দরবনকে দূষণের হাত থেকে রক্ষা করার বিভিন্ন বিষয় তুলে ধরেন রিডিউসিং পলিউশন এন্ড ইম্প্রুভিং দি ইকোলজি অফ দি সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট এন্ড দেয়ার জোনস অফ ইনফ্লুয়েন্স ইন বাংলাদেশ বাগেরহাট জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।
সুন্দরবনের অগ্নিকাণ্ড বিষ দিয়ে মাছ মারা, অভয়ারণ্যে মাছ ধরা, প্লাস্টিক ও পলিথিন দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় করার জন্য বনজীবিদের মাঝে বক্তব্য রাখেন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন শরণখোলা উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম টিটু।