মোঃমিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধা ফুলছড়ি উপজেলা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতার জন্য ফুলছড়ি উপজেলা বিএনপির আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ ) ফুলছড়ি উপজেলা সদরের থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু, সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের বিষয়ে দিকনির্দেশনা দেন।
ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লি আরো উপস্থিত ছিলেন অনেকে।