শিরোনাম

সুন্দরবনে আবরো আগুন, নিয়ন্ত্রনের চেষ্টায় ফায়ার সার্ভিস ও বনরক্ষী


মোঃশামীম হাসান সুজন,শরণখোলা প্রতিনিধিঃ সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

তারা অগ্নিনির্বাপণে প্রাথমিক কাজ শুরু করেছেন। শনিবার (২২ মার্চ) সকালে বনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়।

বিকেলে বন বিভাগের পক্ষ থেকে আগুনের বিষয়টি নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিম । স্থানীয়রা জানায় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বন কর্মীরা।

তবে খাল থেকে আগুন লাগার স্থানের দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে বেগ পেতে হচ্ছে। আগুন যেন বনের ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য আগুনের চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছে বনরক্ষীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানিয়েছেন, শরণখোলা ও মোরেলগঞ্জ ফায়ার স্টেশন ঘটনাস্থলে পৌঁছেছে।

রামপাল ও কচুয়া থেকে তাদের আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়া হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস জানান, আশেপাশে পানির কোনো উৎস নেই।

বনের খাল থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে গহীন বনের মধ্যে আগুন জ্বলছে। খালে জোয়ার হলে নৌপথে পানির পাম্প নেয়া হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন সুন্দরবনে আগুন লেগেছে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম । আগুন যেন বাড়তে না পারে এর জন্য ফায়ার আইসোলেশনের কাজ শেষ করেছি।

যেহেতু দুর্গম পথ ফায়ার সার্ভিসের পানির পাইপ টেনে নেওয়া কষ্টসাধ্য এবং চ্যালেঞ্জিং। তাই রাতের বেলাও আগুন নেভানোর জন্য আমরা কাজ করছি। চাঁদপাই রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস বলেন আগুন নেভানোর জন্য আমরা সর্বাত্মক কাজ করছি।

আগুন লাগার স্থান থেকে বেশ খানিকটা দূরে পানি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ খানিকটা বেগ পেতে হতে পারে। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছে। ইতোমধ্যে ফায়ার লাইনের কাজ শুরু হয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments