নোয়াখালীতে শান্তিচুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ইসরাইল হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধিঃ শান্তিচুক্তি লঙ্ঘন করে গাজায় ফিলিস্তিনিদের উপর নির্বিচারে ইসরাইল বাহিনীর হামলা ও হত্যার প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নোয়াখালী জেলা।
শুক্রবার (২১ মার্চ) নোয়াখালী জেলা জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলার প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্লোগান এ মুখরিত হয়ে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী মানুষ সমবেত হয়। তারা স্লোগানে স্লোগানে ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব দে’, ‘ইসরাইল নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক’, ‘বিশ্বের মুসলিম এক হও লড়াই করো’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘গাজায় হামলা কেন? জবাব চাই জবাব চাই’, ‘আল জিহাদ আল জিহাদ সাবিলুনা সাবিলুনা’ মাধ্যমে ফিলিস্তিনে হামলার প্রতিবাদ জানায়।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মূসা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো আরিফুল ইসলাম, নোয়াখালী জেলা উত্তর সভাপতি মো দাউদ ইসলাম,নোয়াখালী জেলা দক্ষিণ সভাপতি মো সাইফুর রসূল ফুহাদ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।