এস এ হাসিব ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পুকুর খননের সময় সাত-আট ফুট মাটির নিচ থেকে বেশ কিছু রাইফেলের বুলেট পাওয়া গেছে। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০টি বুলেট উদ্ধার করেছে।
স্থানীয়রা ধারণা করছেন, বুলেটগুলো স্বাধীনতা যু’দ্ধের সময়কার হতে পারে। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত সত্য জানা যাবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার বলেন, “বুলেটগুলো অনেক পুরোনো, মুক্তিযু’দ্ধকালীন হতে পারে বলে অনেকে মনে করছেন। পুলিশ তদন্ত করলেই বিস্তারিত জানা যাবে।”
ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার জানান, “উদ্ধারকৃত বুলেটগুলো থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।