শিরোনাম

‎ফিলিস্তিনীদের উপর বোমা হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা


হাফিজুল শরিফ, মাদারীপুরঃ ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা ও ফিলিস্তিনের গাজায় জারজ রাষ্ট্র ইসরায়েল কর্তৃক শান্তি চুক্তি লঙ্ঘন করে বিমান হামলায় নারী শিশু সহ ৪শতাধিক নিরহ নিরস্ত্র মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা।

‎ বৃহস্পতিবার জোহর নামাজের পরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের লেক পাড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন শহর প্রদক্ষিণ করে শহরের ইটেরপুল এসে পথসভা করে।
‎পথসভায় উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এসএম আজিজুল হক, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সহকারি সম্পাদক অধ্যাপক জামিল হোসাইন, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা দোলোয়ার হোসেনসহ অনেকেই।
‎পথসভায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বলেন, ইসরাইলের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে ফিলিস্তিনীদের উপর ইসরাইলী বিমান হামলা বন্ধ সহ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রের ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানান।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments