মুন্সিগঞ্জ,প্রতিনিধিঃ প্রায় দেড় ঘন্টা (মুক্তারপুর – নারায়ণগঞ্জ) ‘র গুরুত্বপূর্ণ প্রধান সড়ক ও সেতু অবরোধ করে ৬ দফার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সিপাহিপাড়া, মুক্তারপুর সেতুর টোলপ্লাজাসহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে সহস্রাধিক যানবাহন। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে অ্যাম্বুলেন্স কিংবা ভিন্ন যানে রোগী দেখলেই ছেড়ে দেন আন্দোলনকারীরা।
২০ মার্চ, (বৃহস্পতিবার) মুক্তারপুর সেতু এলাকায় দুপুর ১২ টার দিকে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। সমাবেশে ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগবিধি সংশোধন এবং ক্রাফট ইন্সট্রাক্টরদের করা মামলার রায়ের প্রতিবাদ জানায় পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারন শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সট্রাক্টর পদনাম পরিবর্তন করে ল্যাব এসিস্ট্যান্ট / কারখানা সহকারি অথবা অন্য নামে নামকরণ করা, ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূর্বের ন্যায় এইচএসসি করা, ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত ক্র্যাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করা, সকল শিক্ষক কর্মচারিদের নিয়োগবিধি সংশোধন করা, ক্রাফট ইন্সট্রাক্টরদের মামলা প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা, টেকনিক্যাল পদে নন- টেকনিক্যাল লোক নিয়োগ না দেওয়ার দাবিতে আন্দোলনে নামে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসব দাবি পূরণে মুন্সিগঞ্জের মুক্তারপুর প্রধান সড়ক ও সেতু অবরোধ করে তারা। আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আশা করি সরকার আমাদের দাবিগুলো মেনে নেবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমাদের আন্দোলন আরো কঠিন হবে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম । তিনি জানান, শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ে তারা সড়ক অবরোধ করে আন্দোলন করে। এতে মুক্তারপুর সহ আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। তাছাড়া আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর তাদের দাবিদাওয়া জমা দিয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান এই কর্মকর্তা।