মোহাম্মদ সেলিম জেলা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জের অফিস বাজার মনিটরিংয়ের সময়ে টঙ্গীবাড়ীতে মুদি ও মাঠার তিনটি দোকানে পৃথক অভিযানে ১৫হাজার টাকা জরিমানা করেছেন। বুধবার দুপুর দুইটা থেকে দুপুর তিনটা পর্যন্ত টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় অভিযান পরিচালনা সময়ে এ জরিমানা করা হয়। এ সময় দোকানের মূল্য তালিকা যাচাই করা হয় এবং পণ্য ক্রয়ের রশিদ যাচাই করা হয়। ব্যবসায়ীদেরকে প্রতিদিন মূল্য তালিকা প্রদর্শন ও হালনাগাদ করতে নির্দেশনা দেয়া হয়। এছাড়া মাঠা ও দইয়ের পাত্রের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করতে নির্দেশনা দেয়া হয়। সেখানকার বাজারের রিপন ঢালি স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পণ্য বিক্রি করা হচ্ছে। এ কারণে দোকানটিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। আর রতন মানিক স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। এ কারণে দোকানটিকে ৫হাজার টাকা জরিমানা করা হয়। অপর দিকে অমিত সুইটমিটে মনিটরিং কালে দেখা যায় যে, মাঠা ও দই বিক্রি করা হচ্ছে, কিন্তু মাঠার বোতল ও দইয়ের পাত্রের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও এম আর পি উল্লেখ করা হচ্ছে না। এ কারণে দোকান টিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এখানে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম।