শিরোনাম

৫ শতাধিক অসহায় পাহাড়ি-বাঙ্গালী পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের উদ্যোগে ৫শতাধিক অসহায় পাহাড়ি-বাঙ্গালীর মাঝে মানবিক সহয়তা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকালে রিজিয়ন মাঠে মানবতার বাজারের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা।

বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই। বিভিন্ন স্টলে পৃথক পৃথকভাবে সাজিয়ে রাখা পন্য নিজের প্রয়োজন মতো ব্যাগ ভর্তি করে নিয়ে যান অসহায় পরিবারগুলো।

এ সময় রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্যাঞ্চলের মানুষ শান্তিপ্রিয়। সরকারও পাহাড়ে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। এই অঞ্চলে শান্তি, শৃংখলা রক্ষার পাশাপাশি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে রিজিয়নের পদস্থ সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments