এস এ হাসিব, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওপাঁও ইউনিয়নের কৃষ্ণপুর গাংপাড় গ্রামে ইব্রাহিমের তিন বছরের শিশু ধর্ষিত হয়েছে। পাশ্বর্তী বাড়ীর সুলতান মিয়ার ছেলে মুন্নাফ (১৪) মঙ্গলবার ( ১৮ মার্চ) গাংপাড় মসজিদের দক্ষিন পাশে গভীর নলকূপের ড্রেনে শিশুকে ধর্ষণ করে।
আজ ( ১৯ মার্চ) ধর্ষিতা শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিশুর মা নাছিমা খাতুন বাদী হয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকুনুজ্জামান। তিনি বলেন, ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।