শিরোনাম

দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ও এক নারী আহত


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রæপের এক কর্মী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো এক নারী। বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটলেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্র জানিয়েছে, বুধবার সকাল আনুমানিক ৭টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী এলাকায় ঢুকে এই হামলা চালিয়েছে। ঘটনাস্থলেই অস্তিন ত্রিপুরা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে একই এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। এছাড়া এ ঘটনায় নিহতের বোন তারাপতি ত্রিপুরা আহত হন।
ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) কে দায়ী করেছেন। তিনি অভিযোগ করেন, ওই এলাকায় ইউপিডিএফ এর একটি সাংগঠনিক দল অবস্থান করছিল। পূর্ব থেকে ওৎপেতে থাকা জনসংহতির সন্ত্রাসীরা তাদের ওপর গুলি করে পালিয়ে যায়। গুলিতে অস্তিন ত্রিপুরা নামে তাদের এক কর্মী নিহত হয়েছে বলে তিনি দাবী করেন। অবশ্য এ ব্যাপারে জনসংহতি সমিতির কারো বক্তব্য পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ‘এমন ঘটনার খবর শুনেছি। তবে ঘটনাস্থল দুর্গম হওয়ায় ঘটনার সত্যতা কিংবা হতাহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।’


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments