মোঃশামীম হাসান সুজন,শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে পবিত্র মাহে রমজানে খাদ্য পণ্যের গুণগত মান, মেয়াদ ও খাবার পরিবেশন এর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ খাদ্য পণ্যের বিএসটিআই অনুমোদন বিভিন্ন প্রকার ফলে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করছে কিনা। তরমুজে কোন কেমিক্যাল সহ বেশি দামে বিক্রি করছে কিনা এবং প্রতিটি দোকানে দ্রব্য মূল্যের তালিকা আছে কিনা এইজন্য বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ।
আজ শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।
প্রথমে তরমুজ,খেজুর, ছোলা সহ বিভিন্ন ফল,মরিচ,পেয়াজ,আলু,মাছ,মাংস,রসুন,শসা,লেবুসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের মুল্য তালিকা প্রদর্শন ও ন্যায্য দামে বিক্রয় করা মনিটরিং করা হয়।
এরপর বিভিন্ন হোটেলে বাসি পচা খাবার না রাখা, পরিস্কার পরিবেশে প্রস্তুত করা পরিদর্শন করা হয়। এসময় মূল্য তালিকা না থাকা বড় বড় মুদি দোকান, হোটেলে বাসি পচা খাবার রাখা ও পরিস্কার পরিবেশে খাবার প্রস্তুত না করার অপরাধে ৬ জন ব্যবসায়ী কে ৮০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয় এবং সকলকে সচেতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন শরনখোলা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, উপজেলা আইসিটি অফিসার ,বৈষম্য বিরোধী ছাত্রবৃন্দ, বাজার কমিটির সেক্রেটারি সাংবাদিক ও স্থানীয় জনসাধারণ সহায়তা প্রদান করেন।