বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ জলাবদ্ধতা রোধে রেকর্ড ও নক্সা দেখে খালের গতিপথ পরিদর্শন করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান অবৈধ দখলদারদের তালিকা তৈরি করতে সহযোগিতা করেন চৌমুহনী পৌর ভূমি অফিস দখলদারদের তালিকা কলেজ রোড থেকে ছাতারপাইয়া পর্যন্ত খাল।
এর পাশাপাশি চৌমুহনী বড়পোল থেকে আটিয়াবাড়ি খালের মধ্যে চৌমুহনী বাজার অংশে খালের মধ্যে রিটেইনিং ওয়াল, ওয়াকওয়ে নির্মাণ ও ফেন্সিং এর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে খাল দখল রোধ ও পানির গতিপথ বাধাহীন করার জন্য একটি প্রকল্প তৈরির কাজ চলছে। এটা করা সম্ভব হলে জলাবদ্ধতা অনেকাংশে কমবে বলে আশা করা যায়।