খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মারমা ঐক্য পরিষদ একাদশ।
রবিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে ফাইনালে মুখোমুখি হয় মারমা ঐক্য পরিষদ ও হাজাছড়ি রাইজিং স্টার ক্লাব। খেলায় ২-১ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মারমা ঐক্য পরিষদ একাদশ।
ফাইনাল খেলা উপভোগ ও অনুষ্ঠানে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া।
এ সময় অন্যন্যের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু উপস্থিত ছিলেন।

ছবি/বাংলাদেশের পত্রিকা
খেলা ও পুরস্কার বিতরণ শেষে লক্ষীছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।