শিরোনাম

কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের মিউজিক ক্যাম্প অনুষ্ঠিত


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে তিন দিনব্যাপি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে ত্রিপুরা, চাকমা, মারমা ও সাঁওতাল জনগোষ্ঠীর গীতিকার, সুরকার, কন্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে মিউজিক ক্যাম্প শেষ হয়েছে।

ওবিবার রাতে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত, লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।এ সময় জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, জেলা তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন, আলো সংস্থা’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা, বিশিষ্ট সংগীত শিল্পী কনক বরণ ত্রিপুরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপি এ মিউজিক ক্যাম্পে ত্রিপুরা,চাকমা, মারমা ও সাওতাল জনগোষ্ঠীর মোট ৪৬ জন শিল্পী অংশ নেন।
আলোচনা সভা শেষে তিনদিনব্যাপি মিউজিক ক্যাম্পে অংশগ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পরে চার সম্প্রদায়ের (ত্রিপুরা,চাকমা,মারমা ও সাঁওতাল) শিল্পীরা তাদের নিজস্ব ভাষায় গান পরিবেশনা করেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments