শিরোনাম

বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেফতার-কালা ডাকাত


খাগড়াছড়ি প্রতিনিধিঃ নোয়াখালীর পেশাদার কুখ্যাত ডাকাত মো: ইউসুফ প্রকাশ কালা(৩৫) ও তার সহযোগি নাঈম আল সুলতান প্রকাশ নাঈম(৩১) খাগড়াছড়ির মাটিরাঙায় গ্রেফতার হয়েছে। শনিবার রাত ১২টার দিকে মাটিরাঙা থানা পুলিশের অভিযোনে এদের গ্রেফতার হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্বার করেছে পুলিশ।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিকুল ইসলাম ইসলাম জানান, শনিবার রাত ১২ টার দিতে গোপন সংবাদের ভিক্তিতে মাটিরাঙা পৌর মুসলিমপাড়া এলাকার বাসিন্দা,নাঈম আল সুলতান প্রকাশ নাঈম বাসায় অভিযান চালিয়ে নোয়াখালীর পেশাদার কুখ্যাত ডাকাত মো: ইউসুফ প্রকাশ কালাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ৯টি ও নাঈম আল সুলতান প্রকাশ নাঈমের বিরুদ্ধে ৪টি ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।

ছবি/বাংলাদেশের পত্রিকা

মোঃ ইউসুফ প্রকাশ কালা লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার কুশাখালী বাসিন্দা তছির আহম্মদ-এর ছেলে। অপর দিকে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম মাটিরাঙা পৌর সভার মুসলিম পাড়ার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে।
পুলিশের তথ্যমতে উদ্বারকৃত দস্যুতায় লুন্ঠিত উদ্ধারকৃত মালামাল দস্যুতা কাজে ব্যবহৃত সরঞ্জামাদি,নগদ ৩৫ হাজার টাকা,স্বণের চুড়ি ২ টি,স্বর্ণের কানের দুল ১ জোড়া,বোরখা ১ টি,শপিং ব্যাগ ০১ টি,কোরাবারী দা ১ টি,ঘরের দরজা ভাঙ্গার যন্ত্র ২ টি.ধামা ০১ টি,চাকু ১ টি,চাপাতি ০১ টি,হাসুয়া ২ টি ও মোবাইল ফোন ৪ টি।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments