শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত আন্দোলন সালথা ও নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত আন্দোলনের ( বটগাছ) মনোনীত প্রার্থী এ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা আমীর হাফেজ মো. মিজানুর রহমান, সালথা উপজেলা জামায়াতে আমীর প্রফেসর আবুল ফজল মুরাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি মো. রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী নসরু,
খেলাফত নজলিশের আমীর মুফতি মফিজুর রহমান, মাও. মো. সোবহান হোসেন, মো. আবু দাউদ খান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করেন এবং রমজানের পবিত্রতা রক্ষায় সবাইকে অনুরোধ করা হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়।