লৌহজং (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে৷
আজ শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ঘোড়দৌড় বাজারস্থ আইএবি মিলনায়তন জগত বিবি কমপ্লেক্সে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷
উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আল আমিন গিলমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. রুহান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইব্রাহিম খলিল৷
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, শ্রমিক আন্দোলনের সভাপতি ইমরান হোসেন অপু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কবির হোসেন, ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক গিয়াসউদ্দিন বেপারী সহ উপজেলার ও ইউনিয়নের ছাত্র আন্দোলনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন৷ পরে ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫-২৬ইং বছরের জন্য আল আমিন গিলমানকে সভাপতি ও মো. তাফছির আহমেদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়৷