বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি/বাংলাদেশের পত্রিকা
নোয়খালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনের সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ-পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সৌরভ হোসেন কামাল, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরাফাতের রহমান হাসানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্মৃতিচারণ করে উনার উল্লেখযোগ্য বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন। পরে মওদুদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।