শিরোনাম

নেয়াজপুরে বসত বাড়ীতে হামলা ভাঙচুর ও মালামাল লুট


বি.চৌধুরী তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সদরের নেয়াজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেকান্দর পন্ডিত বাড়িতে ১৩ মার্চ সকাল ১০ টা এ ঘটনা ঘটে।সরেজমিনে গিয়ে জানা যায় সীমানা বিরোধের জের ধরে একই বাড়ির কালাম গংরা সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বসত ঘরের টিনের ভেড়া কেটে নারী শিশুকে মারধর করে ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা হল কালাম (৬৫) পপি ( ২২) পমি (১৫) রেখা (৪৫) এ সময় ঘরে থাকা ৮ আনা ওজনের কানের দুল, ১২ আনা ওজনের গলার চেইন সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা হোসনেআরা বেগম ( ৬৫) এলাকায় গণ্যমান্য সালিশদার কে জানিয়ে ন্যায় বিচারের অপেক্ষা রয়েছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments