খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে পাঁচ শতাধিক হত-দরিদ্র মানুষের মাঝে ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান এ ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান বলেন, প্রতিবছর রমজান আসলে দ্রব্যমূল্যের মূল্য অদ্ভগতি থাকে। এবার সরকারের নির্দেশনায় ও প্রশাসনের প্রচেষ্টায় দ্রব্যমূল্য নাগালের মধ্যে আছে।
তিনি বলেন,আজকে ঈদ উপলক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ক্ষুদ্র প্রচেষ্টায মূল উদ্দেশ্য হলো খাগড়াছড়িতে যারা নিরহ মানুষ আছে তাদেরকে খাদ্য দিয়ে সহায়তা করা। যাবে পবিত্র মাসটিতে সবাই ভালো মন্দ খেতে পাবে। ভালো ভাবে রোজা রাখতে পারেন।
ঈদের আনন্দটা সবাই যেন ভাগাভাগি করতে পারে। খাগড়াছড়ি রিজিয়নের অধীনে যে ৭ট জোন আছে এ ধরনের কার্যক্রম চলছর এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিজিয়নের উদ্যোগে ঈদ উদ্যোগে ইফতার ও উপহার সামগ্রী বিতরণে রিজিয়ন বমান্ডারের সহধর্মিনী মিসেস ফারজানা আক্তার চৌধুরী,ব্রিগেড মেজর সাদাত রহমান, জিটুআই মেজর মোস্তফা আরেফিন,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল সহ গণমাধ্যম কর্মীর উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদের আগ মুহুর্তে খাগড়াছড়ি রিজিয়নের এই ধরনের পদক্ষেপে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত।