মোঃ জাহিদ, ঝালকাঠিঃ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঝালকাঠি জেলার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক খান।
বুধবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান অনুমোদিত জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পান সাবেক এই ছাত্রনেতা।
জানা গেছে ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব পালন করেন, এছাড়াও জেলা ছাত্রদলের জেলা কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক ১০ নং নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আজাদুর রহমান খান আহ্বায়ক, মো. হেদায়েতুল ইসলাম সোহেল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মুশফিকুর রহমান বাবুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্র জানিয়েছে, নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের খ্যাতনামা খান বাড়িতে ১৯৯৩ সালে আব্দুর রাজ্জাক খান জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবে তিনি জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হন।
স্থানীয় সূত্রে আরও জানা যায় ছাত্র ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বহুবার আওয়ামী-লীগ সন্ত্রাসীদের কাছে হামলা ও মামলার কিন্তু, তিনি রাজনীতি ছাড়েননি।
বিএনপি ও ছাত্রদল ঘোষিত প্রতিটি কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। সর্বশেষ জুলাই বিপ্লবে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।