খাগড়াছড়ি প্রতিনিধিঃ উচ্চ আদালতের নির্দেশে খাগড়াছড়ির সবকটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতবিার সকাল থেেক দুপুর পর্যন্ত জেলার সবকটি ইটভাটায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের কমর্কতারা উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান,হাইকোর্টের নির্দেশে খাগড়াছড়ির সবকটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে খাগড়াছড়িতে আর ইটভাটা চালু করতে দেওয়া হবে না।