শিরোনাম

ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সাধারন মানুষের মানববন্ধন


রাঙ্গাবালী,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচার বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ১ ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা দাবি করেন, ইউএনও মিজানুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে কিছু কুচক্রি মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছে। ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে তারা উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “ডিলার নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ স্বচ্ছ। আমরা যারা ডিলার নিয়োগ পেয়েছি, তারা ইউএনও স্যার বা খাদ্য নিয়ন্ত্রককে কোনো প্রকার টাকা দেইনি। এটি একটি পরিকল্পিত অপপ্রচার।”
তারা আরও বলেন, “আমরা যারা ডিলার পাওয়ার যোগ্য তারাই ডিলার নিয়োগ পেয়েছি। নিয়োগ প্রক্রিয়ায় কোন ধরনের অনিয়ম হয়নি। নিয়োগপ্রক্রিয়াটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং স্বচ্ছ ছিল।”

উল্লেখ্য, এর আগে ১২ মার্চ ইউএনও’র বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে একদল মানুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন। তারা দাবি করেছিলেন, ডিলার নিয়োগে স্বচ্ছতা না রেখে সিলেকশন পদ্ধতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে এবং আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments