শিরোনাম

আছিয়ার মেঝো বোন আজকে কাঁদতে কাঁদতে বলছিল


নিজস্ব প্রতিবেদকঃ আছিয়ার মেঝো বোন আজকে কাঁদতে কাঁদতে বলছিল যে “আমার বোন আছিয়া ভাত খাইতে চাইত না, আমি ওরে ভাত খাওয়াইয়া দিতাম। এখন আমি কারে ভাত খাওয়াইয়া দিমু?

দুষ্টামি কইরা আমারে আইসা জড়াইয়া ধরত। এখন কে আমারে জড়াইয়া ধরব?

ও আছিয়া তুই ক্যান চইলা গেলি রে বোন- বলে বিলাপ করছিল মেঝো বোনটা।

আছিয়ারা তিন বোন এক ভাই। সবচেয়ে বড় বোনটার বিয়ে হয়েছিল। মেঝো বোনের বয়স ৯ আর আছিয়ার বয়স ৮। দুজন পিঠাপিঠি ছিল।

স্কুল শেষ করে খেলাধুলা করত দুই বোন। সারাক্ষণ মেতে থাকত খুনসুটিতে। কোন কারণে এক বোনকে মা মা’রতে আসলে আরেক বোন সামনে গিয়ে দাঁড়াত যাতে মা আর মারতে না পারে।

দুইবোন মিলে গল্প করতে করতে ঘুমাত একসাথে।
চারদিন আগে আছিয়া গিয়েছিল বড়বোনের বাড়িতে বেড়াতে। এরপর সব শেষ।

মেঝো বোনটা শোকে পাথর হয়ে কাঁদতে কাঁদতে বলছিল- “আমার বোন আছিয়া নাই আমি এখন কার সাথে গল্প করমু? কারে আদর কইরা ভাত খাওয়াইয়া দিমু?”
আল্লাহ সবাইকে শোক সইবার শক্তি দিন – আমিন


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments