গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বাবা-মা’র সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ওই কিশোরের নাম সাব্বির মোল্লা (১৮)। সে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শরীফ মোল্লার ছেলে বলে জানা গেছে।
নিহতের প্রতিবেশী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নিহত সাব্বির ভাটেরচর এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। তার বাবা শরীফ মোল্লা পেশায় একজন সিএনজি চালক।
গত পরশুদিন সাব্বির ফেব্রুয়ারি মাসের বেতন পাওয়ার পর পাঁচ হাজার টাকা সংসারে না দিয়ে মোবাইল কেনার জন্য নিজের কাছে রেখে দেয়। এটা নিয়ে মঙ্গলবার তার মা-বাবার তার সাথে কথা কাটাকাটি হয়।
মা-বাবার সাথে অভিমান করে সেহরি না খেয়ে সে বুধবার রোজা রাখে। বুধবার (১২ মার্চ) সকালেও বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর তার বাবা সিএনজি চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যায়।
দুপুর মা নানা বাড়িতে গেলে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুপুর তিনটার দিকে বসত ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
দীর্ঘক্ষণ সে ঘর থেকে বের না হলে তার দাদী আয়েশা বেগম ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে সেখান থেকে নামিয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত জাহান বলেন, ‘বুধবার বিকেল পাঁচটার দিকে তাকে আমাদের হাসপাতালে আনা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। আমার ধারণা হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়’।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো, আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বিষয়টি আমাদের আত্মহত্যা বলে মনে হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন’।