মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. মাজেদ মিয়া (৪০) নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(১২ মার্চ) রাত ৮ টার দিকে পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি নির্মানাধীন ভবনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত মাজেদ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর এলাকার আব্দুল আজ্জাত এর ছেলে।
জানা গেছে, শিবচরের মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্মানাধীন একটি মার্কেটে কাজ করছিলেন নির্মান শ্রমিক মাজেদ মিয়া। ভবনটির ছাদের উপর দিয়ে রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগলে বিদ্যুতস্পৃষ্ট হন মাজেদ। গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার উপ-পরির্দশক(এসআই) অলিউর রহমান জানান,’আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’