শিরোনাম

শ্রীনগরে ১০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা


মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন দাস (৫৫) নামের এক জেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে শ্রীনগর আমলী আদালত ৩ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম আসামী সুজন দাসকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

সুজন দাস গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাসারপাড়া গ্রামের শুক্কুর দাসের ছেলে। সে পেশায় একজন জেলে।

অভিযুক্ত সুজন দাস ব্রাহ্মণ পাইকসা গ্রামে বাদল মিয়ার পুকুরে মাছ ধরার কাজ করে। গেল মঙ্গলবার সকাল ৮ টার দিকে শিশুটির মা ঘুমিয়ে থাকা অবস্থায় শিশুটি বাইরে বের হলে সুজন দাস শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে উপজেলার ব্রাহ্মণ পাইকসা গ্রামের শিশুটির বসত বাড়ীর উত্তর পাশে অস্থায়ী ডেরার ভিতর নিয়া যায়। এ সময় অভিযুক্ত সুজন দাস শিশু মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় অভিযুক্ত সুজন দাস ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি কান্নাকাটি করে।

লোকজন চলে না আসার ভয়ে অভিযুক্ত সুজন দাস শিশুটিকে ঘটনা কাউকে না বলার জন্য বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। এ ঘটনা শিশু মেয়েটি তার সমবয়সী অন্যান্য বাচ্চাদেরকে বললে তাহারা শিশুটির মা ফাতেমা আক্তার কে ঘটনা জানায়। পরে শ্রীনগর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্ত সুজন দাসকে পুলিশ হেফাজতে নেন।

এ ঘটনায় শিশুটির মা শ্রীনগর উপজেলার ব্রাহ্মণ পাইকশা গ্রামের জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে শ্রীনগর থানায় শিশুটিকে ধর্ষণের চেষ্টার অপরাধে মামলা দায়ের করেন।

মঙ্গলবার আটক আসামি সুজন দাস কে মুন্সীগঞ্জ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে কোট পুলিশের পরিদর্শক রাশেদ খান চৌধুরী জানান, শ্রীনগর উপজেলায় শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজন দাস নামে এক আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments