মতিন রহমান, মাগুরাঃ মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আই বি ডাব্লিউ এফ) আয়োজনে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের মুছাপুর বাজারে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও মাগুরা জেলা জামায়াতের সাবেক আমীর মাগুরা-১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই বি ডাব্লিউ এফ এর মাগুরা জেলা শাখার সেক্রেটারী ডাঃ রাকিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক জাফরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চাউলিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতাউর রহমান লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলার সেক্রেটারী মো. নূর ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি আব্দুল মতিন বলেন, একমাত্র আল্লাহর দল করতে হবে। আমরা কারো তাঁবেদারী করিনা একমাত্র আল্লাহ ছাড়া। তাই ইসলামের পথে আসুন, ইসলামের পক্ষে কথা বলুন। যারা আল্লাহর রাস্তায় আন্দোলন করে না, মার খায় না তাদের ভিতর সঠিক বুঝ নেই।