শিরোনাম

মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় আসামিদের ডিএনএ নমুনা সংগ্রহ


মতিন রহমান , মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে আট বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চার আসামির মধ্যে তিন পুরুষ আসামির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) তাদের ঢাকায় সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর ডিএনএ নমুনাও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভুক্তভোগী শিশুকে যখন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়, তখনই তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আসামিদের মধ্যে একজন নারী। তিনি ছাড়া বাকি যে তিনজন পুরুষ আসামি রয়েছেন তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকা সিআইডি ডিএনএ ল্যাবে পাঠানো হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন তারা মাগুরা জেলা কারাগারে রয়েছে।

এর আগে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে মূল সন্দেহভাজন হিটু শেখ সহ বোনের স্বামী সজীব শেখ, বোনের শাশুড়ি ও স্বামীর বড় ভাই রাতুলকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদালতে প্রধান আসামির সাত দিন ও বাকি তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড দেয় আদালত। এদিকে আসামিদের শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে মাগুরাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র জনতা।

উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়। প্রাথমিজ অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনো সেখানে শিশুটির চিকিৎসা চলছে।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments