শিরোনাম

সীমান্তে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিজিবি সদস্য নিহত,আহত ১


মোঃআরিফুল ইসলাম,বেনাপোলপ্রতিনিধিঃ খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মসজিদ বাড়ি পোস্টে কর্মরত হাবিলদার মোঃ দেলোয়ার হোসেন ও সিপাহী মোঃ মোজাম্মেল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটকের জন্য মোটর সাইকেলযোগে বারোপোতা বাজার গমনের সময় মসজিদ বাড়ির পোস্ট হতে আনুমানিক ৮০০ গজ দূরে আহমদ ব্রীজ নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এ ঘটনা ঘটে।

এ সময় উভয় বিজিবি সদস্য মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করে শার্শা নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিপাহী মোঃ মোজাম্মেল হোসেনকে মৃত ঘোষণা করে এবং অপর বিজিবি সদস্য হাবিলদার মোঃ দেলোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে প্রেরণ করেন।
নিহত বিষয়টি নিশ্চিত করেছেন পুটখালী বিজিবির কোম্পানি কমান্ডার।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments