শরণখোলায় দুর্যোগ প্রস্তুতি দিবসে সিডিডির ব্যাপক আয়োজন।
মোঃশামীম হাসান সুজন শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ
বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টে (সিডিডি) শরণখোলায় ফিল্ড অফিসের ইসিটি ওয়াস প্রকল্পের আয়োজনে দিনব্যাপী জাতীয় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। এবছর দিবসটির প্রতিপাদ্য ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে ৪ নং সাউথখালি ইউনিয়নের তাফালবাড়ি গার্লস স্কুলে প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ টি সংগঠনের মোট ৬০ জন সদস্য সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রথমেই প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে আলো রানী ও কল্পনা রানী তারা ঘূর্ণিঝড়ে প্রতিবন্দীদের প্রস্তুতির মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার দাস বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিডিডির কর্মকর্তা জন জ্যোতিষ বাড়ৈ, শামসুন্নাহার, সোনিয়া আক্তার শিক্ষক প্রতিনিধি মোঃ শামীম ও শরিফুল ইসলাম সিপিপির ইউনিয়ন টিম লিডার মোঃ সাত্তার।