মোঃশামীম হাসান সুজন,শরণখোলা উপজেলা প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ২০২৫ শনিবার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে শরণখোলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
শরণখোলা উপজেলার ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
আগামী ১৫ মার্চ ২০২৫ দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শরণখোলা উপজেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে কোন শিশু যেন বাদ না যায়। যার জন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ্যাডভোকেসি সভা আয়োজন করা হয়।
এ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষক, সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহ শরণখোলা উপজেলার শিক্ষা অফিসার মোহাঃ আশরাফুল ইসলাম শরণখোলার থানার সাব-ইন্সপেক্টর চিন্ময় মন্ডল শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন।