সালথা,ফরিদপুর প্রতিনিধিঃ একের পর এক সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায়
ফরিদপুর টু সালথা রোডে মাহিন্দ্র চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। একই সাথে ওই সড়কে বাস চলাচলের দাবি তোলা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের চালতা তলা এলাকায় এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ফের কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।