শিরোনাম

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৪


মোয়াজ্জেম হোসেন জুয়েল,গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া এলাকায় ঘটনা ঘটে।

আহতরা হলেন উল্লেখিত গ্রামের শাহাবুদ্দিন (৪৮), আমির হোসেন (২২), সামিরন বেগম (৫৫) ও রহিমা (৩৫)।

এ ব্যাপারে ৫ জনের নাম অন্তভূক্ত করে অজ্ঞাত ৫ থেকে ৬জনের বিরুদ্ধে গজারিয়া থানা একটি অভিযোগ দায়ের করেন আহত ব্যক্তিদের স্বজন মরিয়ম বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রবিউল আউয়াল, সজিব আহমেদ, সাবিকুন নাহারের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১১ জন লোক লাঠি সোটা, কাঠের ভাসা, বেলচা, সাবাল, রামদা, এসএস পাইপ দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।গুরুতর আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে ভর্তি রহিমা বেগম জানান, দীর্ঘদিন ধরে রবিউল আউয়াল গংদের সঙ্গে আমাদের
জায়গা নিয়া বিরোধ চলছে।

এ নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যার পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি ধামকি প্রদান করে।

মঙ্গলবার সকালে তারা আমাদের ওপর হামলা করে, আমাদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করে,  আমাদের চিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমরা দোষীদের  শাস্তি চাই।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments