শিরোনাম

হাসিনা হেলিকপ্টারে পালিয়েছে, আমি হেলিকপ্টারে ফিরেছি


সালথা(ফরিদপুর)প্রতিনিধিঃ ১০ বছর পর হেলিকপ্টারে করে নিজ এলাকা ফরিদপুরের সালথায় পা রাখলেন বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব।

আওয়ামী লীগের নির্যাতনের ভয়ে প্রায় দেড়যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব। এরমধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে আবার চলে যেতে হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হেলিকপ্টারে নিজ এলাকায় ফিরলেন ওই বিএনপি নেতা।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৩টা ১৩ মিনিটে হেলিকপ্টারে করে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া ফুটবল মাঠে অবতরণ করেন বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব। তিনি ওই ইউনিয়নের গৌড়দিয়ার পার্শ্ববর্তী সলিয়া গ্রামের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের ওহাইও বিএনপির আহ্বায়ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টা ১৩ মিনিটে অবতরণ করে হেলিকপ্টারটি। এসময় বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন,ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ ফরিদুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজির, ছাত্রদল নেতা রুবেল রানাসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী। পরে প্রায় এক কিলোমিটার পথ পায়ে হেঁটেই মিছিল সহকারে নিজ বাড়িতে পৌঁছান তিনি।

বিএনপি নেতা হাসিবুল হাসান হাবিব বলেন, ‘দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী হাসিনার কবলে আমরা অনেকেই নির্যাতিত। এই ইন্ডিয়ান তাঁবেদার আমাদের নিষ্পেষিত করে রেখেছিল। আমরা সেই বন্দিশালা থেকে মুক্তি পেয়েছি। শেখ হাসিনা না পালালে আমার প্রিয় জন্মভূমিতে আসা সম্ভব ছিল না।’

তিনি আরও বলেন, ‘আপনারা জানেন শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে দিনের বেলাতেই হেলিকপ্টারে করে আমার মাতৃভূমিতে পা রেখেছি। আমি অনেক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার অনেক জমি দখল করে নিয়ে গেছে।’

এদিকে বিএনপি নেতা হাসিবুল হাসানের আগমন উপলক্ষে এলাকায় একাধিক তোরণ তৈরি করা হয়েছে। পাশাপাশি ফেস্টুন লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। সন্ধ্যায় তার বাড়ির আঙিনায় ‘বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায়’ আয়োজন করা হয়েছে ইফতার মাহফিলের। প্রায় সাড়ে তিন হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments