শিরোনাম

সেনাবাহিনীর উদ্যোগ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


খাগড়াছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগ জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে মাটিরাঙ্গা জোন আওতাধীন কাঠাল বাগান এলাকায় আগুনে পুড়ে যাওয়া একটি পরিবারের ঘর নির্মাণ, সড়ক দূর্ঘটনায় আহত একজন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, পাহাড়ি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, একটি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিনসহ চার শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও প্রায় পাঁচ শতাধিক পাহাড়ি বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয় । এবং মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি কর্তৃক গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্টানে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কৌশিক জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব সামগ্রী বিতরন করেন ।
এ সময়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা আক্তার ঝুমা ও জয়া ত্রিপুরা উপস্থিত ছিলেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments