সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর-সালথা সড়কে যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে প্রান গেলো ইদ্রিস হাজরা (৫৫) নামের এক কৃষকের।
সোমবার (১০ মার্চ) রাত পৌনে আটটার দিকে সালথা-ফরিদপুর সড়কের শোলাকুন্ড মাদ্রাসার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস হাজরা সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুলাখালী গ্রামের মৃত আঃ লতিফ হাজরার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে সদর থানার কৈজুরী ইউনিয়নের সাইচা গ্রামে পেঁয়াজ ক্ষেত দেখতে গেছিলো ইদ্রিস হাজরা। কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে তাম্বুলখানা বাজার থেকে মাহিন্দ্র গাড়িতে ওঠেন তিনি।
শোলাকুন্ড মাদ্রাসার সামনে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মাহিন্দ্র গাড়িটি উল্টে যায়। এসময় ইদ্রিস হাজরা সহ ৭জন আহত হয়।
আহতবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ইদ্রিস হাজরাকে
মৃত ঘোষনা করেন।
আরেকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার করেছেন।
কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।