শিরোনাম

৩ সংগঠনের প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ


খাগড়াছড়ি প্রতিনিধিঃ ধর্ষকদে বিরুদ্ধে,ঐক্য গড়ো একসাথে, বাংলাদেশে আইন চাই,ধর্ষকদের ফাঁসি চাই” এই গানে সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও সর্বস্তরের ছাত্রজনতা।

সোমবার(১০মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রধান সড়ক ঘুরে শাপলা চত্বরস্থ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।অপরদিকে একই দাবীতে খাগড়াছড়িতে প্রতিবাদী বিক্ষোভ-সমাবেশ করেছে জাতীয়তাবাদী জেলা মহিলা দল এবং খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার ছাত্রদল।
সোমবার(১০ মার্চ) বেলা ১১টায় খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা মহিলা দল একটি প্রতিবাদী মিছিল বের হয়। বিশাল প্রতিবাদী মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশে জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান,সাধারন সম্পাদক শাহেনা আক্তার ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমাসহ জেলা মহিলাদল ও বিভিন্ন উপজেলা,পৌর শাখার মহিলা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা শিশু ও নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরনের প্লে-কার্ড বহন করে।
অপরদিকে একই দাবীতে খাগড়াছড়ি সরকারী কলেজ ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি গেইট এলাকায় প্রতিবাদী মানববন্ধনে জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ জেলা,উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments