মোঃ শামীম হাসান সুজন শরণখোলা প্রতিনিধিঃ দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা প্রশাসন চত্বরের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের মিলনায়তনের সামনে হয়। শরণখোলা উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খানের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করে শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা, শরণখোলা সিপিপি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষক-শিক্ষার্থী সাংবাদিক। বর্ণাঢ্য র্যালি শেষ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।