শিরোনাম

ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে-শামা ওবায়েদ


সালথা, ফরিদপুর প্রতিনিধিঃ ফ্যাসিবাদ চলে গেছে কিন্তু ফ্যাসিবাদের দোসররা এখনো প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে ঘাপটি মেরে বসে আছে আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

তিনি আরো বলেন বুঝতে হবে এটা ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র।

আমরা যারা ধানের শীষের সৈনিক, শহীদ জিয়ার সৈনিক, কেএম ওবায়দুর রহমানের সৈনিক, তারেক রহমানের সৈনিক, বেগমের খালেদা জিয়ার আদর্শ নিয়ে আমরা যারা রাজনীতি করি, জিয়ার আদর্শ নিয়ে যারা রাজনীতি করি তাদের মধ্যে এই ফ্যাসিবাদের দোসররা ঢুকে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে তারা যেন কোন ভাবেই আমাদের মধ্যে গোলযোগ ও বিভেদ সৃষ্টি করতে না পারে, এটা কোন ভাবেই হতে দেওয়া যাবে না।

দরকার হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আমরা দীর্ঘদিন ধৈয্য ধরে আছি আজকে আমরা বিজয়ের দ্বারপ্রান্তে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি।

আমরা বিগত দিনের বিনাভোটের নির্বাচন দেখেছি যেখানে ভোটকেন্দ্রে কুকুর বিড়াল ছাড়া কাউকে দেখা যায় নাই। আবার বিগত ৭ জানুয়ারীর নির্বাচন দেখেছি যেখানে আ’লী বনাম আ’লীগের নির্বাচন।

যেখানে ডানে ও আ’লীগের প্রার্থী, বামেও আ’লীগের প্রার্থী। এই নির্বাচন করেও ফ্যাসিবাদ টিকে থাকতে পারে নাই।

জনগন নিষ্পেষিত হতে হতে জনগনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যখন জনগন গনতন্ত্রের জন্য, কথা বলার স্বাধীনতার জন্য, অধিকার আদায়ের জন্য মাঠে নেমে এসেছে তখনই এই ফ্যাসিবাদের পতন হয়েছে।

তিনি বলেন এমন একটা সময় ছিল যখন মানুষ বাজারে যেতে পারে নাই, রমজান মাসে ঠিকমতো রোজা রাখতে পারে নাই, ইফতার করতে পারে নাই।

ইদের সময় ইদের বাজার পর্যন্ত ঠিকমতো করতে পারে নাই, বিভিন্ন মামলা হামলায় বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছে। আজ আমরা সেই দিনগুলো পার করে এসেছি।

আজ ফ্যাসিবাদের পতন হয়েছে। এই দিনে আমরা ছাত্র-জনতাকে স্মরণ করছি যারা গতন্ত্রের জন্য রক্ত দিয়েছে। এসময় তিনি ঢাকায় আলেম ওলামাদের উপর নির্মম নির্যাতনের কথাও বলেন।

বিএনপি নেতা ও সালথা উপজেলা বিএনপির সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বরের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, হুমায়ুন খান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, এ্যাডভোকেট জাহিদুল হাসান লাভলু, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ, মিরান হুসাইন, শ্রমিক দল নেতা কালাম বিশ্বাস, ছাত্রদল নেতা রাজসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments