ঢাকা দক্ষিণ প্রতিনিধিঃ ঢাকা জেলা দক্ষিণ ডিবির চৌকস টিমের মাদক বিরোধী বিশেষ অভিযানে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার ছাটগাঁও গ্রাম থেকে ৩৫০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা গেছে, রোববার ৯ মার্চ সন্ধ্যা ৭.৩০ ঘটকার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ছাটগাঁও এলাকায় ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান’র নির্দেশনায় জেলা ডিবি দক্ষিণের ওসি মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই আব্দুল বাছেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী আবু তাহের(৫১) ও মোঃ মহিউদ্দিন(৪২) নামে দুইজনকে ৩৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেন।
ডিবি’র (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন বলেন, ছাটগাঁও এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী আবু তাহের এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের আজ (সোমবার) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।