মোঃ শামীম হাসান সুজন শরণখোলা প্রতিনিধিঃ “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যে শরণখোলা উপজেলায় সিডিডির আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় জনসাধারণকে অগ্নিকাণ্ড রোধের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সিডিডির প্রতিবন্ধিতা বান্ধব ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক বক্তব্য রাখেন ৩ নং রায়েন্দা ইউনিয়নের সিপিপির টিম লিডার ওহিদুজ্জামান ডালিম শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সুজন কৃষি কর্মকর্তা (অবঃ) মোঃ সিরাজুল ইসলাম মীর শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ফায়ার ফাইটার সোহাগ হোসেন শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার একেএম মেশফাকুল আলম।