শিরোনাম

দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে মানববন্ধন


বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধিঃ নিরাপদ থাকুক সকল মা বোন, দেশে বন্ধ হোক ধর্ষণ নির্যাতন” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ধর্ষণের ভয়াবহতা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে মানববন্ধন করেছে উপজেলার শহস্রাধিক মানুষ।

সোমবার (১০ মার্চ) বেলা ১১ ঘটিকায় কবিরহাট বাজারের জিরো পয়েন্টে কবিরহাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি চলছে, এই ভাবে চলতে থাকলে দেশের অবস্থা ভয়াবহ রুপ ধারন করবে। মাগুরার শিশু আছিয়া ধর্ষণ আজ সারাদেশকে নাড়া দিয়েছে, অন্য দিকে ইতিমধ্যে নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ও চাপরাশির হাটের দুটি অনাকাঙ্খিত ঘটনা গুলো আমাদেরকে লজ্জিত করেছে। বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে আরো বলেন, আমরা সরকারের বিপক্ষে নয়, তবে তিনি সারাদেশে যেই ঘটনা গুলো ঘটতেছে সেগুলোকে যেনো গুরুত্ব দিয়ে অতি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। অন্য দিকে পুলিশকে উদ্দেশ্য করে আরো বলেন, কবিরহাটে ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে যারা জড়িত তাদেরকে যেনো আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আর কোন ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল, যুগ্ন আহ্বায়ক আরাফাতের রহমান হাছান, পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আব্দুল বাছেত হিরণ, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. হানিফ’সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments