শিরোনাম

গজারিয়ায় দুটি চুন ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


গজারিয়া,মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ চুনা কারখানায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় অভিযানকারী দল দুটি অবৈধ চুন ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ও কারখানা দুটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। প্রতি মাসে দুটি চুনা কারখানায় প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো বলে জানান তারা।

রবিবার (০৯ মার্চ) সকাল ১১ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার টেংগারচর ইউনিয়নের
ভাটেরচর নতুন রাস্তায় ও বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দি মায়ামী রেস্টুরেন্টের বিপরীত পাশে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, গ্যাস একটি রাষ্ট্রীয় সম্পদ যা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

আজ আমরা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তা ও বালুয়াকান্দি এলাকায় চালিয়ে দুই অবৈধ চুনা কারাখানা গুঁড়িয়ে দিয়েছি।

এ সময় কারখানা দুটিতে কাউকে পাওয়া যায়নি। এসব ক্ষেত্রে কারখানা মালিককে খুঁজে পাওয়া যায় না সেজন্য আমরা চিন্তা করছি জমি মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা করবো’।

অভিযানে উপস্থিত তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী মোঃ সেলিম মিঞা বলেন, ‘ কারখানা দুটিতে প্রতি মাসে প্রায় ৬০ লক্ষাধিক টাকার গ্যাস ব্যবহার করা হতো।

আমরা কারখানার দুটির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি সকল স্থাপনা এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছি। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের অভিযান চলমান রয়েছে সামনে তা আরো জোরদার করা হবে’।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস সোনারগাঁয় মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।


0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments